শিরোনাম
◈ ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি: মির্জা ফখরুল ◈ ১৩৩ প্রতিষ্ঠান অনুমতি পেল সুগন্ধি চাল রপ্তানির, মানতে হবে যেসব শর্ত ◈ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ উন্নত বিশ্বে : আসিফ নজরুল ◈ বৃষ্টিবলয়ের আওতায় পুরো দেশ, কালবৈশাখী-বজ্রপাতের শঙ্কা ◈ শুল্ক স্থগিতের সিদ্ধান্ত হৃদয় থেকে লিখেছি: ট্রাম্প ◈ প্রথম দিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪ হাজার ৭৩৮ জন ◈ ভুয়া প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারণা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কতা ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের ঘোষণা: স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা ◈ বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত: কিয়াক সুং ◈ তিন জেলার বাসিন্দারা চার দিনের ছুটি পাচ্ছেন

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরসহ প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তর ও বিভাগের ১১ জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অফিস ফাঁকি দেওয়ায় অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ১১ কর্মকর্তা-কর্মচারীর কাছে অফিস ফাঁকি দেওয়ায় তাদের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান গত রবিবার (২ ফেব্রুয়ারি) বিভিন্ন দপ্তর ও অফিস পরিদর্শনকালে কর্মকতা ও কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান। যা প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী এবং অনাকাঙ্ক্ষিত। এরপর তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন- উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোছা. উম্মে ফারহানা চৌধুরী, উপ-রেজিস্ট্রার এ.টি.এম শহীদুল ইসলাম, সেকশন অফিসার (গ্রেড-১) সাকিনা আক্তার সীমা, সিনিয়র অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সুফিয়া খাতুন, সিনিয়র অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোছা. সুমি বেগম, হিসাব রক্ষক নুর হোসেন শাহ, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মামুনুর রশীদ, সি-ক্যাটাগরি এম.এল.এস.এস স্বপ্না দাস, সি-ক্যাটাগরি এম.এল.এস.এস ফারুক আহমেদ, এম.এল.এস.এস এস এম শহীদুল ইসলাম, এম.এল.এস.এস জাহাঙ্গীর আলম।

বেরোবি প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ‘যথা সময়ে অফিসে আসেন না কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়টি শোনার পর উপাচার্যসহ আমরা বিভিন্ন দপ্তরে ভিজিট করি। দপ্তরে অনুপস্থিতি পেয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। অনুপস্থিতরা জবাব প্রদানের সুযোগ পাবেন। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়