শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৭ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার জাবিতে পোষ্য কোটা বাতিল ঘোষণা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বেলা পাঁচটার দিকে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘ ৭ ঘন্টা আলোচনা শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের এ সিদ্ধান্ত জানান উপাচার্য । 

অধ্যাপক কামরুল আহসান বলেন, কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি মিটিং এর সিদ্ধান্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা থাকছে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রকৃত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের দাবি আদায়ে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। 

এর আগে সম্পূর্ণ পোষ্য কোটা বাতিলের দফা দাবিতে দুপুর দুইটা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পোষ্য কোটা বাতিল না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। 

উদ্ভূত পরিস্থিতিতে বেলা পাঁচটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে থেকে বের হয়ে রাত সাড়ে ১২টায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানান উপচার্য অধ্যাপক কামরুল আহসান। 

শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ব্যক্তিগতভাবে আমি এ পোষ্য কোটার বিরুদ্ধে ছিলাম; কিন্তু উপাচার্য হিসেবে আমাকে সব স্টেক হোল্ডাদের সঙ্গে বিভিন্ন সময় মিটিং করে সিদ্ধান্ত নিতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এখন থেকে কোনো পোষ্য কোটা থাকছে না। 

এর আগে গত মাসে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়