শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪২ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে বাধা পেয়ে শাহবাগে আহতদের অবস্থান (ভিডিও)

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে যেতে বাধা পেয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়েছেন গত জুলাই-আগস্টের আন্দোলনে আহতরা। জানা গেছে, সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তারা রাস্তায় নেমেছেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর পঙ্গু হাসপাতালের কাছে শিশুমেলায় বিক্ষোভের পর সন্ধ্যার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি আসেন।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহতরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান। সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ-অভ্যুত্থানে আহতরা।

সরেজমিনে দেখা গেছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যমুনায় যাওয়ার পথে বেড়িকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তাদের সামনেই বেশ কিছু আন্দোলনকারী আহতরা অবস্থান নিয়েছেন।  

আন্দোলনকারীদের একজন কুরবান হিল্লোল সাংবাদিকদের বলেন, মানুষের কষ্টের কথা বিবেচনা করা শিশুমেলার রাস্তা ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এসেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান তারা।

জুলাই-অগাস্ট মাসে আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছে সমালোচনা ও নানা অভিযোগ। তারা দ্রুত সময়ের মধ্যে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন করা ও আহতদের সেবা দিতে যে চারটি ক্যাটাগরি করা হয়েছে সেই ক্যাটাগরি বাদ দেওয়াসহ বিভিন্ন দাবি জানান। এছাড়াও অসুস্থদের দ্রুত সময়ের মধ্য উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানান তারা। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, জুলাই বিপ্লবে আহতরা যুমনায় প্রবেশ করতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তার স্বার্থে তাদের যেতে নিষেধ করি। এরপর তারা আমাদের ব্যারিকেডের সামেন রাস্তায় বসে পরেন।  উৎস: দেশ রুপান্তর ও যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়