শিরোনাম
◈ ট্রাম্প-সি-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ সরকার কোনোভাবেই কাজ ছাড়া সময় পেতে পারে না: এনসিপি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট 

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৪ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকসুর তফসিল ঘোষণা না হলে ভর্তি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি

আগামী ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলে আগামী ৯ ফেব্রুয়ারি আসন্ন ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষার্থীদের তফসিল ঘোষণার দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসানের সাথে আলোচনর পর শিক্ষার্থীরা এই হুঁশিয়ারি দেন৷

শিক্ষার্থীরা বলছেন, জাকসু নির্বাচন রোডম্যাপ ঘোষণা করার পর আজ তফসিল ঘোষণার তারিখ ছিল। কিন্তু জাকসু বানচালের চেষ্টা চালানো কিছু অছাত্রদের ফাঁদে পা দিয়েছে প্রশাসন। লন্ডনে বসে থাকা নেতার ইঙ্গিতে তারা জাকসু নির্বাচন বানচালের লক্ষ্যে তফসিল ঘোষণার তারিখ বিলম্বিত করছে। প্রশাসনের এই টালবাহানা রুখে দিয়ে নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করা না হলে আসন্ন ভর্তি পরীক্ষা বন্ধ করে দেয়া হবে।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, 'অবস্থান কর্মসূচি শেষে আমরা শিক্ষার্থী প্রতিনিধিরা দাবি বাস্তবায়নে ভিসির সাথে আলোচনা সভায় বসি। সভায় তফসিল ঘোষণায় প্রথমে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। তবে প্রশাসনের সীমাবদ্ধতা বিবেচনা করে আমরা আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে তফসিল ঘোষণার কথা বলেছি। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দিয়েছি।’

এর আগে, ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করে বিশ্ববদ্যালয় প্রশাসন। কিন্তু নির্বাচনের আগে কয়েক দফা সংস্কারের দাবি জানানো শাখা ছাত্রদল বিকাল সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।

পরে, এই কর্মসূচির প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জাকসু নির্বাচন নিয়ে পরিবেশ পরিষদের সভা করছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে কথা বলতে আসেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম পরিবেশ পরিষদ সভার লিখিত বক্তব্য পড়ে শোনান। কিন্তু শিক্ষার্থীরা এসব বক্তব্য কালক্ষেপণ বলে আখ্যা দিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা করেন ভিসি।

এ সময় ভিসি কামরুল আহসান বলেন, 'জাকসুর কিছু মৌলিক সংস্কারের জন্য সময় প্রয়োজন। এ লক্ষ্যে আজকে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি জাকসু সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়