শিরোনাম
◈ সরকার কোনোভাবেই কাজ ছাড়া সময় পেতে পারে না: এনসিপি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন-সংশ্লিষ্ট  নারীরা: উমামা ফাতেমা

অভ্যুত্থান-পরবর্তী সময়ে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা’ শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

উমামা বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে নারীরা হারিয়ে গেছে—এ আলোচনাটা আসে নভেম্বরে। আগস্ট-সেপ্টেম্বরেই এ বিষয়ে ভয়েস রেইজ করা দরকার ছিল। কিন্তু, নারীরা অবদমিত হচ্ছে—এ আলোচনাটাই দমিয়ে রাখার চেষ্টা করা হয়।

তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে নানাভাবে নারীদের হিউমিলিয়েশন (অবমাননা) করা হয়। বিশেষ করে নুসরাতকে টার্গেট করে হিউমিলিয়েশন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আরও বলেন, এ বিষয়ে আমরা সরকারকে বিবৃতি দিতে বলেছিলাম। কিন্তু, সরকারের তরফ থেকে তেমন প্রতিক্রিয়া দেখিনি। তার ফল হলো, আমরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ। উৎস: আরটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়