শিরোনাম
◈ বিএসএফ ও বিজিবি-র শীর্ষ পর্যায়ের বৈঠক: একমত হতে পারলো না দেড়শো গজের ইস্যুতে ◈ সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা, মানতে হবে যেসব নিয়ম ◈ শহিদ মিনারের সামনে রাষ্ট্রপতির আগমনের প্রতিবাদে বিক্ষোভ, হাসিনার ফাঁসি দাবি (ভিডিও) ◈ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ ◈ আজ অমর একুশে ফেব্রুয়ারি ◈ উত্তরায় নিজ ফ্ল্যাটে চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার(ভিডিও) ◈ সংস্কারের কথা বলে নির্বাচনকে ঘোলাটে করার চেষ্টা করবেন না : আমির খসরু মাহমুদ  ◈ পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের, শুভ সূচনা ভারতের ◈ হাসিনার বাংলাদেশে ফেরতকে অবিশ্বাস্যভাবে জটিল ও সংবেদনশীল করবে ভারত ◈ উনি অনেক চিৎকার করছিলো, জোরে জোরে কাঁদতেছিলো: বাসে ডাকাতি ও 'ধর্ষণ' বিষয়ে যা বললেন যাত্রীরা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে আছে ৬০,০০০ ইরাকি শিক্ষার্থী

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতা কেন্দ্রের প্রধান, দ্বিতীয় ইরান-ইরাক বিজ্ঞান সপ্তাহের সাফল্য ব্যাখ্যা করার সময় জানিয়েছেন: ৬০,০০০ ইরাকি শিক্ষার্থী ইরানে পড়াশোনা করছে।

দ্বিতীয় ইরান-ইরাক বিজ্ঞান সপ্তাহ চলতি বছর ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল যেখানে ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী, ইরানের বিজ্ঞান মন্ত্রণালয়ের ডেপুটি, উচ্চ শিক্ষা মন্ত্রী উপস্থিতি ছিলেন। এছাড়া, ইরাকের শিক্ষামন্ত্রী, সেদেশের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং দুই দেশের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের ডিনদের একটি দলও এই সম্মেলনে উপস্থিত ছিলেন। ইরাকে দুদেশের এই বিজ্ঞান সপ্তাহ অনুষ্ঠিত হয়। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই সম্মেলনটি প্রথম অনুষ্ঠিত ইরান-ইরাক বিজ্ঞান সপ্তাহের ধারাবাহিকতা এবং এর লক্ষ্য হচ্ছে দুই মুসলিম দেশ হিসাবে ইরান ও ইরাকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা জোরদার করা।

এই সম্মেলনের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে প্রধান প্রধান বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সংলাপ, বিশ্বের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইরান ও ইরাকের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি সেতু তৈরি করা; বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কৌশলগত যৌথ গবেষণা; উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে অধ্যাপক এবং বিশেষজ্ঞদের শিক্ষা এবং প্রশিক্ষণ, প্রকৌশল বিজ্ঞান, মৌলিক বিজ্ঞান, গণিত, মানবিক, চিকিৎসা এবং কৃষি ক্ষেত্রসহ শিক্ষার সকল স্তর এবং শিক্ষার্থীদের বিনিময়, সেইসাথে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে পারস্পরিক যোগাযোগের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করা। এ ছাড়া মুসলিম দেশগুলোর অধ্যাপকদের মধ্যে বৈজ্ঞানিক বিনিময়ের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কথাও সম্মেলনে উপস্থিত বক্তারা তুলে ধরেন।

এই সম্মেলনে, ইরান ও ইরাকি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০০ টিরও বেশি শিক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় এবং ইরানে ২০০ জন প্রতিভাবান ইরাকি শিক্ষার্থীর জন্য বৃত্তি প্রদান, যৌথ শিক্ষা কোর্স পরিচালনা এবং ইরাকে ইরানি বিশ্ববিদ্যালয়ের শাখা প্রতিষ্ঠার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।

ইরানের বিজ্ঞান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতা কেন্দ্রের প্রধান ওমিদ রেজাইফার দ্বিতীয় "ইরান-ইরাক বিজ্ঞান সপ্তাহ" সম্পর্কে বলেছেন: "গত বছর মাশহাদে অনুষ্ঠিত "বিজ্ঞান সপ্তাহ" এর ধারাবাহিকতায় এবার ইরান-ইরাক বিজ্ঞান সপ্তাহে ইরানের ৪০টি বিশ্ববিদ্যালয় এবং  ইরানি বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের ১৫টি গবেষণা প্রতিষ্ঠান কারবালায় অনুষ্ঠিত ইরাকি পক্ষের এই আয়োজনে অংশগ্রহণ করেছিল।

রেজাইফারের মতে, এই সম্মেলনের মূল কাজ ছিল পূর্ববর্তী সমঝোতাগুলোর বাস্তবায়ন খতিয়ে দেখা এবং আরো নতুন নতুন সুযোগ-সুবিধাগুলো যাচাই করে দেখা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিনিময় যার মধ্যে শিক্ষার্থী বিনিময়, অধ্যাপকদের জন্য অধ্যয়নের সুযোগ এবং যৌথ গবেষণা প্রকল্প পরিচালনা করা।

ইরানে ৬০,০০০ ইরাকি শিক্ষার্থীর উপস্থিতি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতা কেন্দ্রের প্রধান রেজাইফার ইরানে পড়াশোনার প্রতি ইরাকি শিক্ষার্থীদের আগ্রহের কথা উল্লেখ করে বলেছেন: "বর্তমানে, ৬০,০০০ ইরাকি শিক্ষার্থী ইরানে পড়াশোনা করছে।

তিনি বলেন, দ্বিতীয় "ইরান-ইরাক বিজ্ঞান সপ্তাহ" সম্মেলনে ইরাকি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে ইরাকি শিক্ষার্থীরা ইরানি সংস্কৃতি এবং ফার্সি ভাষার সাথেও পরিচিত হতে আগ্রহী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়