শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৫, ০৫:০৩ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবির সেক্রেটারি নুরুল ইসলাম যা বললেন ঢাবি ছাত্রলীগের সভাপতির পদ নিয়ে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্রলীগের পদে থাকা ফরহাদ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ এক না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি বা তার আগের সভাপতির সঙ্গে এই জাতীয় কোনো কর্মকাণ্ডের প্রমাণ দেখাতে পারবেন না। যিনি বর্তমান সভাপতি রয়েছেন, তিনি হলের ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তৎকালীন ছাত্রলীগের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে ডিবেট ক্লাবের কারণেই যেতে হয়েছে। এটা ছাত্রদলের ক্ষেত্রেও এ ঘটনা রয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বেসরকারি একটি টেলিভিশনের টক শো ‘ছাত্রসংগঠনের ঐক্য ও আগামীর বাংলাদেশ’-এ এসব কথা বলেন তিনি।   

ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ দেখালে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না এ বিষয়ে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘কোনো প্রমাণ দেখাতে পারবে না। ইসলামী ছাত্রশিবির এমন কোনো সংগঠন না যে হঠাৎ করে কেউ ছাত্রশিবিরে জয়েন করল আর তাকে একটা শাখার প্রধান বানিয়ে দেওয়া হলো।

ইসলামী ছাত্রশিবিরের এমন কোনো ট্রেন্ড নাই, যেটা ছাত্রদলে রয়েছে। হয়তো সম্পর্ক নাই, ভাইয়ের সঙ্গে সম্পর্ক, ধরে নিয়ে এসে ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়ার সুযোগ আছে। আমাদের ছাত্রশিবিরে এ রকম কোনো স্কোপ বা সুযোগ নেই। দীর্ঘ সময় ধরে ইসলামী ছাত্রশিবির করতে হয় এবং এইটা একটা আদর্শিক সংগঠনের নাম।

আদর্শকে যে গ্রহণ করতে পারে সেই ইসলামী ছাত্রশিবির।’

 এ সময় ঢাবি শিবির সভাপতির প্রসঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ‘উনি বলেছেন ছাত্রদলের যে ছয়জনকে অব্যাহতি দিয়েছি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের সঙ্গে ছবি তোলার জন্য।  কিন্তু কেউ পূর্বে ছাত্রলীগ করেছে বা পদে ছিল এ রকম না। আমরা শুধু কিন্তু ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যিনি সভাপতি রয়েছেন, তিনি গণমাধ্যমে বলেছেন যে কেন তাকে ছাত্রলীগের পদ দেওয়া হয়েছে, সেটি আমাকে জিজ্ঞেস না করে ছাত্রলীগের নেতাদের জিজ্ঞেস করুন। এই একটি বাক্যই তো প্রমাণ করে যে তিনি ছাত্রলীগের দায়িত্বে ছিলেন। সুতরাং তাকে বাদ দেন।’

ছাত্রশিবিরের সেক্রেটারি বলেন, ‘বিগত ১০ বছরের মধ্যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মিছিলগুলো হয়েছে সেখানে ১০ জন ১৫ জনের বেশি আমরা দেখিনি। এগুলো কোথায় ছিল, ছাত্রলীগের মধ্যেই ছিল। ২৯ জনের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে, সেখান থেকে ছয়জনকে আপনারা বহিষ্কার করেছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির বিরুদ্ধে যা ছড়িয়েছে, সেগুলো গুজব ও ভুয়া খবর।’ উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়