শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ১২:২০ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যা জানা গেল শনিবার স্কুল খোলা থাকার বিষয়ে 

বছর শুরুর আগেই সপ্তাহে শনিবার স্কুল খোলা থাকার বিষয়ে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, “ব্রেকিং নিউজ: শিক্ষার নতুন সূর্যোদয়! ২০২৫ থেকে শনিবার ক্লাস, শুক্রবার পূর্ণাঙ্গ ছুটি। দেশের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন! ২০২৫ সাল থেকে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, আর সাপ্তাহিক ছুটি হবে শুক্রবার। নতুন এই উদ্যোগ শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় এনে দেবে এক নতুন অধ্যায়, বলছে সংশ্লিষ্ট মহল।”

এমন তথ্য ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। এই দাবির বিষয়ে ফ্যাক্টচেক করেছে বুম বাংলাদেশ। এতে বলা হয়েছে, ‘বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ সালের শিক্ষাপঞ্জি পর্যবেক্ষণ করে সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবারই থাকছে বলে নিশ্চিত হওয়া গেছে।’

এর আগে গত ২৩ ডিসেম্বর, ২০২৫ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি ও ছুটির এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় শুক্র ও শনিবার দু’দিনই সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে।

এ বিষয়ে রহিমা আক্তার জানান, শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। কিছুদিন আগে যে তথ্য ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছুটির বাইরে ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। শিক্ষাপঞ্জির এই তথ্যই সঠিক।

শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকার নিচের অংশে ৫ নম্বর অনুচ্ছেদে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দু’দিন ছুটি থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার। এ ছুটি ছাড়া আগামী বছরের মোট ছুটি থাকবে ৭৬ দিন। উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়