শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তে ভারতীয় অংশে নিরাপত্তা জোরদার করছে ভারত, নেপথ্যে যে কারণ  ◈ বিদেশি নাগরিকদের ভিসা বৈধকরণের হিড়িক, অবৈধ নাগরিককে প্রতিদিন গুনতে হবে ৩ হাজার টাকা জরিমানা ◈ ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে নতুন বিতর্ক, বাড়ছে বিভেদ ◈ মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ভারতে আসছেন, আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশও ◈ ১৪ বছর পর হদিস মিললো 'মোস্ট ওয়ান্টেড' মেজর জিয়ার, মামলা প্রত্যাহার চেয়ে আবেদন (ভিডিও) ◈ ফেসবুকে ভেসে বেড়াচ্ছে জবি ছাত্রীর এই ছবি, সত্যতায় যা জানা গেল ◈ লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন, পুরস্কার তুলে দেবেন জো বাইডেন ◈ মা-বাবা নিয়ে কানাডায় স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ, বিপাকে বাংলাদেশিরা ◈ দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল ◈ আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত অর্ধশতাধিক

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৫, ০১:৩২ রাত
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ফরহাদ

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। এছাড়া সেক্রেটারি মনোনীত হয়েছেন মহিউদ্দিন খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কাজী আশিক।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৯টায় ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত এস এম ফরহাদের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ঢাবি শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন। সেই পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খানকে সেক্রেটারি ও কাজী আশিককে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন দেন। নবনির্বাচিত সভাপতি এস এম ফরহাদ সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন।

সমাপনী সেশনে জাহিদুল ইসলাম সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়