২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চলতি শিক্ষাবর্ষে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৩৫ হাজার বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। গত বছর যেখানে এই সংখ্যা ছিল ২৭ হাজার।
বৃহস্পতিবার শিরাজ নগরীতে আয়োজিত বিদেশি শিক্ষার্থীদের স্নাতক অনুষ্ঠানে ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা কিয়ানুশ সুজানচি এই তথ্য জানান।
তিনি বলেন,গত বছর ৯০টি দেশের শিক্ষার্থীরা দেশে পড়াশোনা করে। ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে জাপান, চীন, ফিলিস্তিন, সিরিয়া, বাহরাইন, ইরাক, ভারত, লেবানন, ইন্দোনেশিয়া, আজারবাইজান এবং তুরস্কের পাশাপাশি ইউরোপীয় দেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। বার্তা সংস্থা ইরনা এই খবর জানিয়েছে।
“ইরানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের প্রায় ৬২ শতাংশই স্নাতকোত্তর ছাত্র। আমরা বৈজ্ঞানিক কর্তৃত্বে আমাদের লক্ষ্য পূরণ করতে চলেছি,” বলেন ইরানি এই কর্মকর্তা। সূত্র: তেহরান টাইমস
আপনার মতামত লিখুন :