শিরোনাম
◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর ◈ মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১ ◈ হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল ◈ রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! (ভিডিও)

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের গুপ্তহত্যায় তিন উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম (ভিডিও)

শিক্ষার্থীদের গুপ্তহত্যাকারীদের ধরতে তিন উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাধারণ ছাত্ররা। তা না হলে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এক প্রতিবাদ সমাবেশে তারা এ ঘোষণা দেন।

সার্বভৌমত্ব আন্দোলনের ব্যানারে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হলে অভ্যুত্থানকারী বিপ্লবীদের সুরক্ষা দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ছাত্র গুপ্তহত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলনে নামা হবে।

এদিকে, সম্প্রতি পাঁচ বিপ্লবীর হত্যাকাণ্ডে জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী এক সংবাদ সম্মেলনে জানান, জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র-জনতাকে জঙ্গিলীগের গুপ্তহত্যা এবং বিপ্লবীদের নিরাপত্তা প্রদানে সরকার ব্যর্থ।

তিনি বলেন, পাঁচজন বিপ্লবীকে হত্যায় জড়িতদের শুধু গ্রেপ্তার নয়, অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি না মানলে আগামী রোববার জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে অনশন কর্মসূচি পালন করবে।

এর আগে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করে একদল শিক্ষার্থী। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা জানান, দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। হত্যাকারীদের আইনের আওতায় না আনলে রাজপথে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। উৎস: বিডি-জার্নাল ও চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়