শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৪১ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই শিক্ষার্থী হত্যার প্রতিবাদে রামপুরা ব্রিজে বিক্ষোভ (ভিডিও)

রাজধানীর ইস্ট ওয়েস্ট এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সমাবেশ থেকে শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়ে বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনতে হবে। না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বুধবার বিকেল চারটার দিকে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে ব্রিজের পূর্ব পাশের দুই লেন বন্ধ হয়ে যায়। এক লেন দিয়ে গাড়ি চলাচল করে। ওই এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে সমাবেশ শেষ হয়। পরে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে মশাল মিছিল করেন।

ইস্ট ওয়েস্টের শিক্ষার্থী নাজিফা জান্নাত বলেন, দেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নেই। বিভিন্ন স্থানে তাদের তুলে নেওয়ার হুমকি আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। নিরাপত্তা নিশ্চিত এবং দুই শিক্ষার্থী হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

গত ১২ ডিসেম্বর ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। দু'দিন পর ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়