শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০২:০৮ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির পোস্টকে সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছেন হাসনাত

১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর এই দিনে মুক্তি লাভ করে বাংলাদেশ। সেই থেকে প্রতিবছর এই দিনটি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করে বাংলাদেশ। এবার সেই বাংলাদেশের বিজয় দিবসের দিনটিকেই নিজেদের দাবি করেছে ভারত। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বিজয় দিবসের দিন সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। যেখানে ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস দাবি করে দেশটির সেনাবাহিনীর প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। কিন্তু তার সেই পোস্টের কোথায় নেই বাংলাদেশের অস্তিত্ব। যা নিয়েই সামাজিক যোগাযোগামাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন হাসনাত। তার মতে, মোদির এই পোস্ট বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।

মোদির সেই পোস্টের স্ক্রিনশট দিয়ে নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, ‘এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছে, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত।’

হাসনাত মোদির এই পোস্ট নিয়ে আরও লিখেন, ‘যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি।’

মোদির এমন দাবির পর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও অখণ্ডতার পক্ষে নিজেদের লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন হাসনাত। তিনি আরও লিখেন, ‘ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়