শিরোনাম
◈ বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩৩ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

১০  এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

মনিরুল ইসলাম: বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে ২০২৫ সালের ১০ই এপ্রিল থেকে  শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। ৮ই মে পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ১০ থেকে ১৮ই মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। বৃহস্পতিবার  আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আসন্য এসএসসি পরীক্ষার এই  রুটিন প্রকাশ করেছে।

এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী, ১০ই এপ্রিল প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। ১৩ই এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র। ১৫ই এপ্রিল ইংরেজি প্রথম ও ১৭ই এপ্রিল দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। এরপর ২০শে এপ্রিল হবে গণিত পরীক্ষা। ২২শে এপ্রিল ধর্ম, ২৩শে এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে। ২৪ এপ্রিল কৃষি, গার্হস্থ্য বিজ্ঞান, সঙ্গীত, আরবী, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৭শে এপ্রিল পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা। ২৯শে এপ্রিল হবে রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা। ৩০শে এপ্রিল ভূগোল ও পরিবেশ, ৪ মে উচ্চতর গণিত ও সাধারণ বিজ্ঞান, ৬ মে জীববিজ্ঞান ও অর্থনীতি, ৭ মে হিসাববিজ্ঞান এবং ৮ মে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে বুধবার  ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ওয়েবসাইটে প্রকাশ হওয়া কেন্দ্র ও কেন্দ্রওয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা অনুযায়ী  ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফি পরিশোধ করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়