শিরোনাম
◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ১২:৩৩ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ১০:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মারবা? পারবা না’, গাড়ি দুর্ঘটনার পর সারজিস ও হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার

চট্টগ্রামে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে নৃশংসভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তার জানাজায় অংশ নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি।

এই দুর্ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে হুঙ্কার ছুঁড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সারজিস ও হাসনাত আব্দুল্লাহ। নিজেদের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া ‍দুজনই একই পোস্টে লিখেছেন, ‘মারবা? পারবা না।’

একইসঙ্গে নিজেদের আবরার ফাহাদ এবং সাইফুল ইসলাম আলিফের উত্তরসূরি হিসেবে উল্লেখ করে সারজিস ও হাসনাত আব্দুল্লাহ যোগ করেন, ‘আমরা আবরার ও আলিফের উত্তরসূরি। মনে রেখো–শহিদেরা মরে না।’

প্রসঙ্গত, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ এরই মধ্যে সেই ট্রাকচালক মুজিবর রহমানকে (৪০) আটক করেছে।

এর আগে চট্টগ্রাম মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়