শিরোনাম
◈ অ্যাডভোকেট আলিফকে হারিয়ে তার পরিবারে শোকের মাতম ◈ দুই আফগানের ঝড়ে সাকিবের বাংলা টাইগার্সের বড় জয় ◈ চ্যারিটেবল ট্রাস্ট মামলা: আপিল মঞ্জুর, খালাস পেলেন খালেদা জিয়া ◈ শুক্রবার ভোটাভুটিতে চূড়ান্ত হবে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন স্বত্ব ◈ মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাট দিয়ে গড়া ট্রফির লড়াইয়ে মাঠে নামছে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড ◈ ভিওএ বাংলা জরিপঃ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়ার পক্ষে ৫৭% মানুষ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সন্ধ্যায় চলমান পরিস্থিতি নিয়ে দেখা করবেন মির্জা ফখরুল  ◈ এবার চীন সফরে যাচ্ছেন জামায়াতসহ ইসলামী দলের নেতারা ◈ আইনজীবী হত্যায় কে ও কী বলছে ইসকন, তদন্তে পুলিশ ◈ চট্টগ্রামে আইনজীবী হত্যা: যৌথবাহিনীর অভিযানে আটক ৩০

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪, ০১:১৪ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবি শিক্ষকের পোস্ট ‘আবু সাঈদ জামায়াতের লোক, মুগ্ধ ফ্রান্সে’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে ‘জামায়াতের লোক’ এবং শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ফ্রান্সে আছে দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা। পরে তুপের মুখে পোস্ট ডিলিট করে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২৩ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে নাসরিন সুলতানা লেখেন, ‘কিছুদিন আগে একজন মেসেজ দিয়ে বললো, সবাই আবু সাঈদের কবরে যায়, কিন্তু মুগ্ধর কবরে যায় না কেন? আমি বললাম, কারণ, আবু সাঈদ জামায়াতের লোক ছিল, তাদের লোক ছিল। এরপর সে আমার উত্তরে হা হা রিয়েকশন দিলো। হা হা রিয়েকশনের অর্থ তখন বুঝিনি। কাল একজন বললো, মুগ্ধর লাশ, কবরের নাকি হদিস পাওয়া যায়নি। মুগ্ধর পরিবার নাকি কোনও মামলাও করেনি। মুগ্ধর ভাই নাকি বিদেশে ঘুরেফিরে ছবি আপলোড করে বেড়াচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘আজ শুনলাম মুগ্ধ নাকি ফ্রান্সে। নিজের কানকে তো বিশ্বাস করতে পারছি না।’

এই পোস্টের পর শিক্ষার্থীদের তোপের মুখে তা ডিলিট করেন তিনি। এরপর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আমার আগের স্ট্যাটাস অনেকের মনে কনফিউশন তৈরি করেছে বলে ডিলিট করা হলো। আমি শুধু লোকজন আমাকে কী বলেছে, সেটা বলেছি। আমি নিজের কোনও মতামত দিইনি। কারও মনে আঘাত দিয়ে থাকলে আমি দুঃখিত।’

শিক্ষকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে তার প্রতি ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাকে চাকরি থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত বলেন, ‘অবিলম্বে এই আওয়ামী দোসরকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে নাসরিন সুলতানার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। জানা গেছে, তিনি দেশের বাইরে রয়েছে। তিনি কানাডার সাসকাচোয়ান প্রদেশে যাচ্ছেন বলে মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।

নাসরিন সুলতানা ২০১১ সালে দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। সূত্র : ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়