মনিরুল ইসলাম : সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে রক্তদানে ভয় দূর করে রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সম্পর্কিত সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। স্বেচ্ছায় রক্তদান ও রক্তের সঠিক ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে সাধারণ হৃদয়বান ছাত্রছাত্রীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমাম জাফর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির হিতৈষী সদস্য মামুনুর রশীদ আখন্দ, বিদ্যুৎসাহী সদস্য মাহফুজুর রহমান মাহফুজ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রোকেয়া চৌধুরী ( বিভাগীয় প্রধান বাংলা বিভাগ),শিক্ষক প্রতিনিধি কে. এম. নাহিদ হাসান, ছাত্রনেতা মামুন, ফারুক মিয়া, মানবিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাতিমা খানম,মোহাম্মদ নাঈম,খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাইফুল ইসলাম, ও খিলগাঁও মডেল কলেজ এর ব্লাড ডোনেশন ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাকিল বিশ্বাস সহ সংগঠনের অন্যান্য ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।
বাংলা বিভাগের ছাত্র - ছাত্রীদের এক্টিভিটিস লক্ষণীয় ছিলো।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুগদা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ড:মো.নাজিম আল আজাদ।
রক্তদানের মূল উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে ভয়কে জয় করে ছাত্র-ছাত্রীদের মানুষ হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে নিয়মিত রক্তদান করতে এবং নতুনদের আগ্রহী করে তুলতে আহ্বান জানান তিনি। খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের বর্তমান ও সাবেক ছাত্রীসহ অভিভাবকরা যাতে করে অতিরিক্ত রক্তক্ষরণ,দুর্ঘটনায় আহত, অ্যামিনিয়া,সন্তান প্রসব, হিমোফিলিয়া,অস্ত্রপাচারসহ জীবনের জটিল এবং কঠিন মুহূর্তে প্রয়োজনীয় রক্ত জোগাড় করার লক্ষ্যে KMUC ব্লাড ডোনেশন ক্লাব নামে একটি ফেসবুক পেজ খোলা হয়।
আপনার মতামত লিখুন :