শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ০১:৪৭ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাবি ছাত্রী নিহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত ওই ছাত্রীর নাম আফসানা করিম রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের ছাত্রী বলে জানা গেছে।

আজ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ইউসুফ। তিনি প্রথম আলোকে বলেন, রাত পৌনে আটটার দিকে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি মুখে মারাত্মকভাবে আঘাতে পেয়েছেন।

ছাত্রী নিহতের পর বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার রাতেছবি: প্রথম আলো
অটোরিকশাচালককে এখনো শনাক্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সহ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, যে শিক্ষার্থী এক মাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছেন, তাঁর এই মৃত্যু খুবই দুঃখজনক। এ রকম মৃত্যু কারও কাম্য নয়। নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে কাজ করছে প্রশাসন।

আট দাবিতে বিক্ষোভ :  আফসানার নিহত হওয়ার পর ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন, সার্বিক নিরাপত্তাসহ আট দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার নেতা-কর্মীরা। রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি বের হয়ে কয়েকটি সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। পরে সেখানে আরও বিভিন্ন সংগঠনের নেতা–কর্মী, সদস্য ও শিক্ষার্থীরা যোগ দেন। রাত সাড়ে ১০টায় শেষ খবার পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিলেন।

তাঁদের দাবিগুলো হলো, ২৪ ঘণ্টার মধ্যে এই কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে; পর্যাপ্ত সড়কবাতি, ফুটপাথ ও গতিরোধক স্থাপন করতে হবে এবং যানবাহনে গতি পরিমাপক রাখতে হবে; নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে; মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নয়ন করতে হবে; নিবন্ধনহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; সব রিকশাচালকের প্রশিক্ষণপূর্বক নিবন্ধন নিশ্চিত করতে হবে; অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।

এদিকে আফসানার মৃত্যুতে শোক জানিয়েছেন ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার রাতে সংগঠনটির প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়