শিরোনাম
◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ১০:৪৩ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিক্ষোভ কর্মসূচি করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলে ঢাকা কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন করেন। পরে তাঁরা মিরপুর সড়কে বিক্ষোভ মিছিল করেন।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের এ বিক্ষোভ কর্মসূচি থেকে মহাখালীতে ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়। মিছিলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ‘তিতুমীরের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’, ‘ট্রেনে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের গদিতে, আগুন জ্বালো একসাথে’ প্রভৃতি স্লোগান দেন।

মিছিলের আগে মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম হাওলাদার বলেন, ‘কোনো শিক্ষার্থীদের দিয়ে এমন হামলা (ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ) হতে পারে, সেটি আমরা কোনোভাবেই আশা করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজসহ বাকি পাঁচ কলেজের শিক্ষার্থীরা এবং কলেজভিত্তিক জেলা সংগঠনগুলো ইতিমধ্যে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। পাথরের আঘাতে মানুষ রক্তাক্ত হয়েছে, ছোট বাচ্চারা আহত হয়েছে। এটি খুবই মর্মান্তিক।’ তিনি বলেন, ‘সন্ত্রাসী কায়দা ছেড়ে সুষ্ঠু ও সুন্দরভাবে আন্দোলন পরিচালনা করার জন্য তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রতি আমরা আহ্বান জানাই। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রশাসনকে শক্ত ব্যবস্থা নিতে হবে।’

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে উল্লেখ করেন ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী আবদুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আমরা আমাদের আন্দোলন সাময়িক স্থগিত করেছি। সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনে শান্তিপূর্ণভাবে সবাই মাঠে ছিলাম। আমাদের কোনো কর্মসূচিতে উগ্রতা ছিল না।’

২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

পুঞ্জীভূত সমস্যার কারণে সম্প্রতি সাত কলেজের শিক্ষার্থীরা তাঁদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনে নেমেছিলেন। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের আশ্বাসে সন্তুষ্ট হয়ে ৬ নভেম্বর চলমান আন্দোলন-কর্মসূচি সাময়িক স্থগিত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে এরপর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা শুধু তাঁদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন শুরু করেছেন। সেই দাবিতে তাঁরা আজ বিক্ষোভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়