শিরোনাম

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ১২:২৬ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ছাত্রদলের ৬ নেতা পদ হারালেন চার দিনের মাথায়, নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ

সদ্যঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে ‘বিতর্কিত’ ৬ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। পূর্বে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা, খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিকর ভিডিও প্রদানসহ বিভিন্ন অভিযোগের ওপর ভিত্তি করে তাদের অব্যাহতি দেয়া হয়। 

ঢাবি শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয় বৃহস্পতিবার (১৪ নভেম্বর)। তবে নানা অভিযোগের তদন্ত শেষে কমিটি ঘোষণার চতুর্থ দিনেই পদ হারিয়েছেন এই ছয় নেতা। রোববার (১৭ নভেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ সামনে আসলে সেগুলো তদন্তের জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নতুন কমিটি গঠন করা হয়। 

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেনকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পূর্ণাঙ্গ কমিটি: প্রায় সাড়ে ৮ মাস পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ২৪২ সদস্য স্থান পেয়েছে। বৃহস্পতিবার  ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি অনুমোদন করেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ১৪ জন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৫ জন, সহ-সাধারণ সম্পাদক ১৮জন, সহসাংগঠনিক পদে ৩৯ জনকে রাখা হয়েছে। এছাড়া দপ্তর, অর্থ, ধর্ম, আইন, সমাজসেবা, ক্রীড়া সম্পাদকসহ অন্যান্য পদে ১৪২ জনকে রাখা হয়েছে।

এর আগে, এ বছরের ১ মার্চ গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে ছিলেন মাসুম বিল্লাহ, সহসভাপতি হিসেবে আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন নূর আলম ভূঁইয়া ইমন। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়