শিরোনাম
◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯ 

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ১১:৪৬ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্গানাইজিং ও নির্বাহী কমিটি করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, থাকবেন যারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সভায় তিনটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাহী কমিটি করতে যাচ্ছে তারা। এ ছাড়া ‘অর্গানাইজিং টিম’ গঠন করে দায়িত্ব ভাগ করে নেবেন সমন্বয়করা।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তগুলোর বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। আহ্বায়ক কমিটির বাহিরে এই কমিটি করা হবে। এ কমিটিতে ২০ থেকে ২২ জন থাকবে।

আব্দুল কাদের জানান, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজ এবং জেলা পর্যায় থেকে দু-একজন করে প্রতিনিধি থাকবে।

তিনি আরো বলেন, এ ছাড়া একটি ‘অর্গানাইজিং টিম’ থাকবে। মানে সেলভিত্তিক ভাগ করে কাজ করা হবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে।

সেলটা এই মাসের মধ্যে গঠন করা হবে। তৃতীয় বিষয় হচ্ছে, কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।

এদিকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১০০তম দিন আগামী ১৫ নভেম্বর। এই দিন উপলক্ষে নতুন কর্মসূচি গ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১০০তম দিন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল বডি ঢাকায় আহত যারা আছে তাদের হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেবে, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকার মতবিনিময় পরামর্শ করবে। একই সাথে জেলা পর্যায়ে যারা আছে জেলা প্রতিনিধি তারা যারা শহীদ পরিবার আছে তাদের সাথে সাক্ষাৎ করবে। উৎস: কালের কণ্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়