শিরোনাম
◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ০৪:৪২ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে: হাসনাত আব্দুল্লাহ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত ওই পোস্টে বলেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’

তবে কী কারণে হঠাৎ এমন মন্তব্য করছেন বিষয়টি স্পষ্ট করেননি তিনি।

তার পোস্টের কমেন্ট বক্সে করা বিভিন্ন জনের মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমন স্ট্যাটাস দিয়েছেন।

ওই বক্তব্যে রিজভী বলেছিলেন, ‘আমি মনে করি, তার (শেখ মুজিবুর রহমান) ছবি নামিয়ে ফেলা উচিত হয়নি। খন্দকার মোশতাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন।’ যদিও মঙ্গলবার বিকেলে বিএনপির দপ্তর থেকে রিজভীর এই বক্তব্যের সংশোধনী দেওয়া হয়েছে।

একই সঙ্গে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী।
এর আগে সোমবার রাতে ‘যুদ্ধ শেষ হয়নি’ বলে ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। বৈষম্যবিরোধী আন্দোলনের পর ফের তার ফেসবুক প্রোফাইল লাল করে লিখেছেন,  সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪শে জুলাই, ২০২৪।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়