শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ০১:১৮ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু একটি বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা, শেখ হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে : সার্জিস আলম

রোববার (১১ নভেম্বর) দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম পোস্টে বলেছেন, ‘শুধু একটি বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা। অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই।’

ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া ওই পোস্টে সার্জিস আলম আরও জানান, শেখ হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে। আর তার এই পোস্ট মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। মাত্র কয়েক মিনিটের মধ্যে পোস্টে রিঅ্যাকশন পড়েছে প্রায় বিশ হাজার এবং মন্তব্য এসেছে তিন হাজারেরও বেশি।

এদিকে সার্জিস আলমের এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে আবু বকর সিদ্দিক নামে একজন লিখেছেন, ‘আফসোস।’ আবার নাজমুল ইসলাম কাশেমি নামের একজন মন্তব্য করেছেন, ‘ভাই, এই বিপ্লব বেহাত হলে আপনাদেরকে আমরা ছেড়ে কথা বলব না। দায়ভার নিতে হবে আপনাদের। লাউড এন্ড ক্লিয়ার।’

নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করলেও তাতে পাল্টা কোনো জবাব দিতে দেখা যায়নি সার্জিস আলমকে।

এর আগে এদিন  সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে নতুন করে তিনজনকে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথবাক্য পাঠ করানো হয়। এরা হলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এদের মধ্যে নির্মাতা ফারুকীকে দেয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এবং শেখ বশিরউদ্দীনকে দেয়া হয়েছে  বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তবে মাহফুজ আলমকে এখনও কোনো দপ্তর বা মন্ত্রণালয় দেয়া হয়নি।  

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন। আর বর্তমানে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা ২৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়