শিরোনাম

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ০১:৫৬ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে যা বললেন শিক্ষার্থীরা (ভিডিও)

বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও একাডেমিক এরিয়ায় সকল ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সংক্রান্ত গণভোটের আয়োজন ও সিদ্ধান্ত গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। পরে মিছিল ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা ‘টু জিরো টু ফোর, লেজুড়বৃত্তি নো মোর’, ‘লেজুড়বৃত্তির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’,  'আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ' ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

সমন্বয়ক তাহমীদ আল মুদ্দাসির বলেন, আমরা অন্যান্য বিষয়ের মতো ছাত্ররাজনীতিরও সংস্কার চাই। ছাত্ররাজনীতি ক্যাম্পাসে থাকবে, তবে একাডেমিক ভবন ও হলে রাজনীতি থাকবে না। সংবিধানও নির্দিষ্ট কিছু এড়িয়াতে রাজনীতি নিষিদ্ধের বৈধতা দেয়। ক্যান্টমেন্টে চাইলে রাজনীতি সম্ভব না। আমরা কোনো দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চাই না।

সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, জুলাই অভ্যুত্থানের ৯ দফার ৭নং দফা ছিল লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি ক্যাম্পাসে থাকবে না। হল দখলকে কেন্দ্র করে সন্ত্রাসের রাজনীতি হয়। পড়াশোনার সুষ্ঠু পরিবেশ হলে ও একাডেমিক স্থানে দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্ররাজনীতির সমাধান হতে পারে ডাকসু। বিভিন্ন সময় ছাত্র সংগঠনগুলো হলে দখলদারিত্ব চালায়। দাবিগুলো মানা সাপেক্ষে অনতিবিলম্বে ডাকসু চালু করতে হবে।

সমন্বয়ক আব্দুল কাদের বলেন, হলে গেস্টরুম-গণরুম, শোডাউন-প্রটোকল আর দখলদারিত্বের রাজনীতি আমাদের সামনে আবরার আর আবু বকরের চেহারা ভেসে ওঠে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী গ্রাম থেকে এসে হলের বাইরে থাকার মতো সামর্থ্য থাকে না। একটা মাত্র সীটের জন্য শিক্ষার্থীরা জিম্মি হয়ে পড়ে। রাজনৈতিক ভাইদের প্রটোকল দিতে। তাকে চিন্তা করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অপরাধ নাকি গরীব হওয়া অপরাধ? 

তিনি বলেন, ঐতিহাসিক ৯ দফায় ৭নং দফার বাস্তবায়ন করতে হবে। লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের অধিকার আদায়ের চেয়ে দলকেই সার্ভ করে বেশি। তবে সকল দলের শিক্ষার্থীরা হলের সুযোগ-সুবিধা পাবে। হলে রাজনৈতিক কার্যক্রম থাকবে না। জুলাই বিপ্লবে ছাত্রসমাজ নেতৃত্ব দিয়েছে, ছাত্রসমাজই বড় স্টেক হোল্ডার। বিশ্ববিদ্যালয় রূপরেখা দিয়ে গণভোটের আয়োজন করুক। শিক্ষার্থীরা তাদের ইন্সটিটিউশনাল মেইল আইডি ভোট দিবে ছাত্ররাজনীতি থাকবে কি-না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়