শিরোনাম
◈ কী হয়েছিল জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে? ভিডিও ◈ হিলি স্থলবন্দরে একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কিছুটা কমেছে দাম ◈ এমবাপ্পেকে ছাড়াই নেশন্স লিগের জন্য দল ঘোষণা করলো ফ্রান্স ◈ তৃণমূল থেকে ক্রিকেটার বের করার লক্ষ্যে জিয়া টুর্নামেন্ট সোমবার শুরু ◈ ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসক কেন ৪২ বছর বয়সে আইপিএলে নাম দিলেন? ◈ বাংলাদেশ সফরে সিরিজের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা ◈ পটপরিবর্তনের পর সরকার থেকে আমার কাছে দিকনির্দেশনা চাওয়া হয়: বুলবুল ◈ পরিকল্পিতভাবে এজলাসে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে: আইনজীবী (ভিডিও) ◈ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ব্যবসা বন্ধ হওয়া দরকার: ব্যারিস্টার ফুয়াদ ◈ নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৪, ০৩:৩১ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩-দফা দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তাঁতীবাজার অবরোধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ তিন দফা দাবিতে পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টায় তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। এ সময় নয়াবাজার, গুলিস্তান, বংশাল, সদরঘাটসহ আশপাশের সব রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‌‘দ্বিতীয় ক্যাম্পাস আবাসন, কবে দিবা প্রশাসন?’, ‘প্রয়োজনে রক্ত নাও, তবুও মোদের হল দাও’, ‘প্রশাসনিক মুলা চাষ, আর্মি চাইলে সর্বনাশ’, ‘আর্মির হাতে দাও কাজ, যদি থাকে হায়া-লাজ’ লেগেছে রে লেগেছে,’ রক্ত আগুন লেগেছে,’ ‘জগন্নাথ আসছে, রাজপথ কাঁপছে’, সব সালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’, প্রশাসন ভুয়া, ভুয়াসহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধে তাঁতীবাজার মোড়ে গাড়িতে আটকে থাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। এরপর বেশ কিছুক্ষণ পরে উপাচার্য গাড়ি থেকে বের হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে বিক্ষোভ মিছিলটি বন্ধ করে হেঁটে ক্যাম্পাসে যান।

এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্য চত্বরের সামনে জড়ো হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে বিক্ষোভ মিছিলটি প্রধান ফটক থেকে শুরু করে শাঁখারীবাজার, রায়সাহেব বাজার মোড় হয়ে তাঁতীবাজার মোড়ে অবস্থান নেয়।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১. স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং সাত দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এই দ্বায়িত্ব অর্পণ করতে হবে।

২. শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে এবং হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট করতে হবে।

৩. অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সকল চুক্তি বাতিল করতে হবে। উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়