শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪, ১০:৫৪ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানা গেল ২০২৫ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। আর জুন মাসের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা করছে শিক্ষা প্রশাসন। পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পুনবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষা।

আজ রবিবার ঢাকা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা বলছেন, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। আর ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনবির্ন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, ‘পবিত্র রমজান মাসের পর এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর। এরপর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। আর পবিত্র ঈদুল আজহার পর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা আছে। ৭ জুন পবিত্র ঈদুল আজহা। সে হিসেবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাবনা আছে।’

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘পবিত্র রমজান মাসের পর এপ্রিল মাসের মাঝামাঝি আমরা এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে চাচ্ছি। এ পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। আর পবিত্র ঈদুল আজহার পর এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। জুনের শেষ দিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে। আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুর্নবিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়