পাস করানোর এক দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করা একদল শিক্ষার্থী।
সোমবার (২১ অক্টোবর) দুপুর দুইটার দিকে বোর্ডে অবস্থান নিয়ে ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা।
একই দাবিতে রবিবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বোর্ড চত্বরে কর্মসূচি পালিত হয়। সোমবার বেলা ২টার দিকে আবারও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন। শুরুতেই তারা মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সাবজেক্ট ম্যাপিংয়ে গরমিল করে ফল প্রকাশ করা হয়েছে। এই ফল সঠিক হয়নি। সব সাবজেক্ট ম্যাপিং করে সবাইকে উত্তীর্ণ করে দিতে হবে।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এইচএসসির ফল প্রকাশিত হয়। চট্টগ্রামে পরীক্ষার্থী ছিলেন এক লাখ ৬,২৯৮ জন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন এক লাখ ৫,৪১৬ জন, পাস করেছেন ৭৪,১২৫ জন। পাসের হার ৭০.৭২%। ফেল করার জন্য সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিকে দোষারোপ করছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানানো হয়েছে। কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।”