শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৪:২৮ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে আছেন যারা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও সেক্রেটারির আত্মপ্রকাশের পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম তার ফেসবুক পেজে ১৪ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের একটি তালিকা দিয়েছেন।

কমিটিতে সাদেক কায়েমকে সভাপতি, এস এম ফরহাদকে সাধারণ সম্পাদক, মহিউদ্দিন খানকে সাংগঠনিক সম্পাদক এবং হোসাইন আহমাদ জুবায়েরকে প্রচার ও মিডিয়া সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মো. মাজহারুল ইসলাম ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, ইমরান হোসাইন অফিস সম্পাদক, আলাউদ্দিন আবিদ বায়তুল মাল সম্পাদক, হামিদুর রশিদ জামিল দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক, নুরুল ইসলাম নূর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, মো. ইকবাল হায়দার বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক, মো. আনিছ মাহমুদ ছাকিব শিক্ষা ও গবেষণা সম্পাদক, রিয়াজুল মিয়া আইন ও মানবাধিকার সম্পাদক, হাসান মোহাম্মদ ইয়াসির ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আব্দুল্লাহ আল আমিন স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পটপরিবর্তন হয় বাংলাদেশের বিভিন্ন স্তরে। দীর্ঘদিন ছাত্রলীগের নির্যাতন ও বিভিন্ন ছাত্র সংগঠনের চাপের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি ইসলামী ছাত্রশিবির। 

শেখ হাসিনার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি সাদিক কায়েম প্রকাশ্যে আসার পর সেক্রেটারি ৯ দফার পরিকল্পনাকারী এস এম ফরহাদকে পরিচয় করিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। এর পর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে দাবি উঠে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের। এবার সেই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করল ঢাবি শাখা ছাত্রশিবির।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়