শিরোনাম
◈ দীর্ঘ কোচিং ক্যারিয়ারের সব অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটে কাজে লাগাতে চাই: কোচ সিমন্স ◈ আমাদের পরামর্শ হয়তো আর দরকার নেই, এজন্য ডাকেনি : মুজিবুল হক চুন্নু ◈ পরামর্শ ইতিবাচকভাবে নিয়েছে সরকার: বৈঠক শেষে গণফোরাম ◈ আওয়ামী লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে মারধর ◈ পলাতক পুলিশ সদস্যরা এখন ‘সন্ত্রাসী’ বিবেচিত হবে, দেখামাত্রই গ্রেফতার : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক (ভিডিও) ◈ প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসাবো : উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৫:৩০ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় শোক পালন

এএইচ সবুজ, গাজীপুর: কোটা সংস্কার আন্দোলন ও তৎপরবর্তী সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে কার্যালয়ে উপস্থিত হন। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয় এবং আঞ্চলিক কার্যালয়গুলোতেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.মশিউর রহমান এক বার্তায় বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তৎপরবর্তী সহিংসতায় প্রাণনাশের মধ্য দিয়ে আমাদের অপূরনীয় ক্ষতি হয়েছে। শিক্ষার্থীসহ প্রতিটি মৃত্যু আমাদের মর্মাহত করেছে।

উপাচার্য শোকবার্তায় শোকসন্তপ্ত প্রতিটি পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। যারা নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় উপাচার্য নিহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান। 

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ-আল-হোসেন জনসংযোগ দপ্তরের পরিচালক মো: আতাউর রহমান, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক আব্দুল মালেক সরকার, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক মু. আখতারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়