শিরোনাম
◈ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আসায় ক্ষতির মুখে দেশীয় টেক্সটাইল মিলস ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে অনিশ্চয়তা! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে আমাদের সংহতি রয়েছে: হাসনাত আব্দুল্লাহ ◈ বিএনপির বর্ধিত সভায় চার হাজার লোকের সমাগম হবে, তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা দেবেন : এ্যানী ◈ নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ◈ কক্সবাজারে বিমানবাহিনীর গুলিতে যুবকের মৃত্যুর তথ্য অপপ্রচার: আইএসপিআর ◈ ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ◈ তুরস্কের ক্ষমতাসীন দলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার মেসুত ওজিল ◈ ওমান ও যুক্তরাষ্ট্রের থেকেও পাকিস্তানি বোলারদের গড় খারাপ: ওয়াসিম আকরাম ◈ চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তানের বিদায় দেখছেন অধিনায়ক রিজওয়ান

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০১:৪৪ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর ভাটারায় সড়ক অবরোধ করে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের মিছিল

মাসুদ আলম: [২] রাজধানীর ভাটারা থানার বাঁশতলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কোটা আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তারা সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ ও ভাটারা থানা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে কোটা আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় এক ঘন্টা সরকার দলীয় নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টা পাওয়ার ঘটনা ঘটে।

[৩] কোটা আন্দোলনকারীরা ধাওয়া খেয়ে বাড্ডার দিকে চলে যায়। সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে কোটা আন্দোলনকারীরা।

[৪] এতে করে কুড়িল বিশ্বরোড থেকে রামপুরাগামী সড়কের দু পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভাটারা থানা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীর একটি মিছিল বের করে। 

[৫] ভাটারা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টুটুল বেপারী জানান, কোটা আন্দোলনকারীরা লাটিসোটা নিয়ে বাঁশতলা ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে করে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের ধাওয়া দিয়ে ছত্র ভঙ্গ করে দেওয়া হয়। কোটা আন্দোলনকারীদের ক্ষিপ্ত হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে করে আমাদের প্রায় ১০ জন আহত হয়েছে। 

[৬] এর আগে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে এসে বাঁশতলা জড়ো হয়। এতে করে রাস্তার দুপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। 

[৭] ভাটারা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তাদের  রাস্তা ছেড়ে দিতে বুঝানো হলেও তারা সড়ক ছাড়েনি। পরে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। সম্পাদনা: এম খান

এমএ/এমকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়