শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ১২:৫২ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা

সোহেল হোসেন, মানিকগঞ্জ: [২] কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও  বিরোধীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটছে। আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ের জন্য জেলা শহরের জড়ো হওয়ার সময় খালপাড় এলাকায় আসা মাত্রই তাদের ওপর এ হামলা হয়। পরে পরিস্থিতি নিয়স্ত্রণে আনতে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে।

[৩] বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১০টার সময় জেলা শহরের খালপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়।

[৪] আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকেই জেলা শহরের বিভিন্নস্থানে জড়ো হতে থাকে। পরে সকাল সোয়া ১০টার দিকে বাসস্ট্যান্ড থেকে জেলা শহরে মিছিল নিয়ে প্রবেশ করার চেষ্টা করে। মিছিলটি খালপাড় এলাকায় আসার পরই ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীর ওপর হামলা করে ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে ছাত্রীলগ ও যুবলীগের কর্মীরা। শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় শিক্ষার্থীরাও ছাত্রলীগ-যুবলীগের কর্মীর লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি টিয়ারসেল(কাদুনে গ্যাস) ছুড়ে। প্রায় ৩০ মিনিটের মতো চলে এই সংঘর্ষ।

[৫] পরে বেলা ১১টার দিকে জেলা শহরের থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের আরেকটি মিছিল স্লোগান দিতে দিতে খালপাড় এলাকায় আসে। এসময় শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। পরে শিক্ষার্থীর কাছ থেকে ব্যানার ছিনিয়ে নিয়ে হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থীকে মারধর করা হয়। ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের হামলায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়