শিরোনাম
◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ১২:৫২ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা

সোহেল হোসেন, মানিকগঞ্জ: [২] কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও  বিরোধীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটছে। আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ের জন্য জেলা শহরের জড়ো হওয়ার সময় খালপাড় এলাকায় আসা মাত্রই তাদের ওপর এ হামলা হয়। পরে পরিস্থিতি নিয়স্ত্রণে আনতে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে।

[৩] বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১০টার সময় জেলা শহরের খালপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়।

[৪] আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকেই জেলা শহরের বিভিন্নস্থানে জড়ো হতে থাকে। পরে সকাল সোয়া ১০টার দিকে বাসস্ট্যান্ড থেকে জেলা শহরে মিছিল নিয়ে প্রবেশ করার চেষ্টা করে। মিছিলটি খালপাড় এলাকায় আসার পরই ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীর ওপর হামলা করে ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে ছাত্রীলগ ও যুবলীগের কর্মীরা। শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় শিক্ষার্থীরাও ছাত্রলীগ-যুবলীগের কর্মীর লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি টিয়ারসেল(কাদুনে গ্যাস) ছুড়ে। প্রায় ৩০ মিনিটের মতো চলে এই সংঘর্ষ।

[৫] পরে বেলা ১১টার দিকে জেলা শহরের থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের আরেকটি মিছিল স্লোগান দিতে দিতে খালপাড় এলাকায় আসে। এসময় শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। পরে শিক্ষার্থীর কাছ থেকে ব্যানার ছিনিয়ে নিয়ে হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থীকে মারধর করা হয়। ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের হামলায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়