শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৫:৪৯ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে নিক্ষেপ করছে পুলিশ, গ্রেপ্তার ৪

মুযনিবীন নাইম: [২] বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা গায়েবানা জানাজা পড়িয়েছে। এরপর টিএসসির দিকে রাজু ভাস্কর্যের সামনে তারা যেতে চাইলে বাধা দেয় পুলিশ।

[৩] এ সময় কোটা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল ছুঁড়ছে পুলিশ। অন্যদিকে মল চত্বরের দিকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়ছে।

[৪] টিএসসির পুরো এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

[৫] এদিকে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে সাংবাদিকসহ একাধিক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত সাংবাদিকরা হলেন, সাবিব (৩৩), জীবন (২৫), সোলাইমান (২৬), তারেক (২৫)। তারা চারজন টিএসসির রাজু ভাস্করদের সামনে আহত হয়।

[৬] ঢামেকে চিকিৎসাধীন আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক সাব্বির বলেন, এক শিক্ষার্থী রাস্তার মাঝখানে শুয়ে পড়লে পুলিশ তাকে টেনে বের করার সময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। এ সময়ে হঠাৎ করে একটি সাউন্ড গ্রেনেড আমার বাম হাতের ওপর বিস্ফোরণ ঘটে। এতে আমার পেটে জখম ও বাম হাতের চামড়া পুড়ে গেছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

[৭] শিক্ষার্থীদের বাধা দেয়ার সময় ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও আইন বিভাগের ছাত্র আখতারুজ্জামান ও তার তিন সহযোগীকে আটক করেছে পুলিশ।

[৮] তাদের কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একাধিক কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলেও তারা কোনও মন্তব্য করতে চাননি

[৯] এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গলবার আটক করা দুই শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে এনেছেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা।

[১০] পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়