শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ১২:০১ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেরোবিতে অবরুদ্ধ উপাচার্যসহ ৬ শিক্ষককে উদ্ধার করল র‌্যাব

খন্দকার রাকিবুল ইসলাম: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ও  ৬ জন শিক্ষককে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্তৃক  ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখার পর উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সালমান নূর আলম গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ও তার পরিবার এবং আরো ৬ জন শিক্ষককে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখে। আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনে অগ্নিসংযোগ করে এবং বাসভবনের নিকটে থাকা দুটি সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করে।

র‍্যাব-১৩ উক্ত ঘটনা শোনার সাথে সাথে র‍্যাব সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক ব্যাটালিয়নের অধিনায়ক, উপ-অধিনায়ক এবং অপস অফিসারের নেতৃত্বে একটি দল মর্ডান মোড়ে যায়। মডার্ন মোড়ে ছাত্রদের শক্ত অবস্থানের কারণে র‍্যাব-১৩ পরিকল্পনা পরিবর্তন করে এবং মেট্রোপলিটন পুলিশের কিছু সদস্যের সাথে দর্শনা থেকে লালবাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের পিছনের গেট দিয়ে ভিসির বাসভবনে প্রবেশ করে। বাসভবনে প্রবেশ করে র‍্যাব-১৩ এর অধিনায়ক, উপ-অধিনায়ক এবং অপস অফিসার  অন্যান্য শিক্ষকদের সহায়তায় ভিসি  ও তার পরিবার এবং অন্যান্য শিক্ষকগণকে র‍্যাবের গাড়িতে তোলার পর ছাত্ররা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পিছনের গেটটি বন্ধ করে দেয় এবং ব্যারিকেড দেয়। পরবর্তীতে র‍্যাব সদস্যগণ মেট্রোপলিটন পুলিশের সহায়তায় নন-লিথাল অস্ত্র ফায়ার করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে এবং ভিসিকে নিরাপদ স্থানে নিয়ে আসে। আসার সময় শিক্ষকদের বহন করা র‍্যাবের উপ-অধিনায়কের একটি গাড়ি এবং অপস অফিসের একটি গাড়ি ছাত্রদের রোষানলে পরে ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রংপুরের রাজপথে নেমে আসা শিক্ষার্থীদের ওপর  পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রংপুর নগরী।পরিস্থিতি নিয়ন্ত্রণ চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।অনির্দিষ্টকালের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।বুধবার(১৭ জুলাই) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়