শিরোনাম
◈ আমাদের পরামর্শ হয়তো আর দরকার নেই, এজন্য ডাকেনি : মুজিবুল হক চুন্নু ◈ পরামর্শ ইতিবাচকভাবে নিয়েছে সরকার: বৈঠক শেষে গণফোরাম ◈ আওয়ামী লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে মারধর ◈ পলাতক পুলিশ সদস্যরা এখন ‘সন্ত্রাসী’ বিবেচিত হবে, দেখামাত্রই গ্রেফতার : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক (ভিডিও) ◈ প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসাবো : উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৭:০৩ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'রাজাকার' স্লোগান দেওয়া শিক্ষার্থীদের কঠোর হুঁশিয়ারি রাবি ছাত্রলীগের

এম. শামীম, রাবি: [২] প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এ সময় নিজদেরকে রাজাকার দাবি করে প্রধানমন্ত্রীকে নিয়ে কটু কথা বলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কোটা আন্দোলনে কটূক্তিমূলক স্লোগান দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।

[৩] সোমবার (১৫ জুলাই) বিকাল ৫টায়  বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের দলীয় ট্রেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় মিলিত সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হোন তারা।

[৪] এসময় রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, যেসব শিক্ষার্থী নিজেদেরকে রাজাকার হিসেবে দাবি করেছে, রাবি ছাত্রলীগ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। মতিহারের বুকে রাজাকারের পক্ষে আর কোনো স্লোগান আমরা দিতে দিবো না। মহান স্বাধীনতাকে কটাক্ষ করে চলেছে এ কুলাঙ্গাররা তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আমরা লড়াই করবো তবুও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে মুক্ত রাখবো। সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় ছাত্রলীগ ছিলো, আছে এবং থাকবে।

[৫] রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  কাইয়ূম মিয়া বলেন, রাবি ক্যাম্পাস ছাত্রলীগের ক্যাম্পাস। রাবি ছাত্রলীগের একজন নেতাকর্মী বেঁচে থাকতে এ ক্যাম্পাসে পাকিস্তানি প্রেতাত্মা ও জামায়াত শিবিরকে মাথা তুলে দাঁড়াতে দিবো না। প্রয়োজন হলে ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে নেমে ক্যাম্পাসকে এ অস্থিতিশীল পরিস্থিতি থেকে  রক্ষা করবে।

[৬] রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। আর কাউকে সহ্য করবে না রাবি ছাত্রলীগ। জামায়াত শিবিরের প্রেতাত্মারা যেন মাথা উঁচু করতে না পারে সেই জন্য সকল ছাত্রলীগ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশনা দেন। এছাড়াও শিক্ষার্থীরা স্বাধীনতা বিরোধী কাজ করলে সরাসরি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেন এ ছাত্রলীগ নেতা।

[৭] এসময় বিভিন্ন হল ইউনিটের প্রায় তিন শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে, সোমবার (১৫ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ কর্মসূচি করেন রাবির সাধারণ শিক্ষার্থীরা।৷ এসময় রুয়েট শিক্ষার্থীরা রাবি শিক্ষার্থীদের সাথে যোগদান করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়