শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৬:২০ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, আহত প্রায় ২০০

আরমান হোসেন, ঢাবি প্রতিনিধি: [২] চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০০ শিক্ষার্থী আহত হয়েছে বলে কোটা আন্দোলনের সমম্বয়ক আসিফ মাহমুদ দাবি করেছেন।

[৩] সোমবার দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল কর্মসূচি ও সমাবেশের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

[৪] পরে বিকেল ৩ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের হল শাখার নেতাকর্মীরা। প্রথমে হলের ভেতর থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

[৫] সংঘর্ষ শুরু হওয়ার পর ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা কলেজ শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাথে যুক্ত হন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রায় ১ ঘণ্টা সংঘাত চলে। ছাত্রলীগের হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

[৬] দুপক্ষের এই সংঘর্ষে বিজয় একাত্তর হলের প্রবেশমুখের কক্ষের গ্লাস, মলচত্বরে পার্কিং করা বাসের জানালা ভাংচুর করা হয়েছে।

[৭] কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন হলে আন্দোলনের সাথে যোগ দিতে চাওয়া শিক্ষার্থীদের ছাত্রলীগ আটকে রেখেছে। রাজু ভাস্কর্য থেকে দুপুর ২টায় শিক্ষার্থীদের একাংশ বিভিন্ন হলে আটকে থাকা শিক্ষার্থীদের মুক্ত করতে যায়। বিজয় একাত্তর হলে গেলে হল ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়।

[৮] সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজয় একাত্তর হল থেকে শুরুতে শিক্ষার্থীদের ইট, পাটকেল, জুতা মারা হয়। এর ফলে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় বিজয় একাত্তর হলের সাবাত আল ইসলাম আহত হয়। পরে ছাত্রলীগের হল শাখার নেতাকর্মীরা হকস্টিক, লাঠি-ইটসহ দেশীয় অস্ত্র নিয়ে বের হয়। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে। 

[৯] আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়