শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৪:০১ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে রাজু ভাস্কর্যের সামনে কোটাবিরোধীদের বিক্ষোভ চলছে

কোটাবিরোধীদের সমাবেশ (ছবি: সংগৃহীত)

আরমান হোসেন, ঢাবি: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।

বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা মেডিকেল কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা নার্সিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী যোগ দিয়েছেন।

বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে রয়েছে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কে বলে রে রাজাকার, ধিক্কার ধিক্কার, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে।’

আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম দুপুরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলে আমাদের দাবিয়ে রাখার ক্ষমতা কারও নেই। দেশকে এগিয়ে নিতে হলে মেধাকে প্রাধান্য দেওয়ার বিকল্প নেই। ৫৬ শতাংশ কোটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর রোববারের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করেছে। আমাদের উদ্দেশ্য একটাই, কোটার যৌক্তিক সংস্কার। আমরা যেন দ্রুত পড়ার টেবিলে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

এই সমন্বয়কারী বলেন, আমাদের আন্দোলন নিয়ে অনেক সাংবাদিক বিভ্রান্তি ছড়াচ্ছেন। সাংবাদিক নামধারী হাতেগোনা কয়েকজন সাংবাদিকতা পেশাটিকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হবে।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার গণমাধ্যমকে বলেন, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আমরা রোববার সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছি। এ বিষয়ে এখনো কোনো সাড়া পাইনি।

এর মধ্যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যে ছাত্রসমাজ বিক্ষুব্ধ হয়েছে। এর প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল ও সমাবেশ চলছে। আন্দোলনে আসতে শিক্ষার্থীদের বাধা দিয়েছে ছাত্রলীগ। তারা অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিয়েছে। এতে ছাত্রসমাজ আরও বিক্ষুব্ধ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়