শিরোনাম

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০২:৩৯ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল, যুক্ত হয়েছে ঢামেক এবং বুয়েট কলেজ

ঢাবি প্রতিনিধি: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং শিক্ষার্থীদের একদফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচিতে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি প্রথমবারের মতো যোগ দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, অধিভুক্ত সাত কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়। ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ প্রথমবার কোটা আন্দোলনের কর্মসূচিতে যোগ দিয়েছে। 

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে যোগ দিতে চাইলে ইডেন কলেজ ছাত্রলীগ কলেজের গেটে তালা দিয়ে রাখে। শিক্ষার্থীরা তালা ভেঙে মিছিলে যোগ দেয়। ইডেন কলেজ ছাত্রলীগের উপর আন্দোলনে আসা ছাত্রীদেরকে মারধর করার অভিযোগও শোনা গেছে।

ইডেনে মহিলা কলেজের এক ছাত্রি বলেন, আমাদের ৮-৯ জন আহত হয়েছে। আমরা ৬টি হলের তালা ভেঙে মিছিলে যোগ দিয়েছি।

আরেক ছাত্রীছাত্রীদের উপর অবর্ণনীয় নির্যাতনের বিবরন দিতে গিয়ে বলেন, আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের পেটে লাথি দেওয়া,গায়ে গরম পানি ঢালাসহ বিভিন্নভাবে আহত করে ছাত্রলীলের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়