শিরোনাম
◈ রাস্তা থেকে মানুষ বলে আপনারা আরও ৫ বছর থাকেন: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি: মির্জা ফখরুল ◈ ১৩৩ প্রতিষ্ঠান অনুমতি পেল সুগন্ধি চাল রপ্তানির, মানতে হবে যেসব শর্ত ◈ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ উন্নত বিশ্বে : আসিফ নজরুল ◈ বৃষ্টিবলয়ের আওতায় পুরো দেশ, কালবৈশাখী-বজ্রপাতের শঙ্কা ◈ শুল্ক স্থগিতের সিদ্ধান্ত হৃদয় থেকে লিখেছি: ট্রাম্প ◈ প্রথম দিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪ হাজার ৭৩৮ জন ◈ ভুয়া প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারণা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কতা ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের ঘোষণা: স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা ◈ বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত: কিয়াক সুং

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০২:৩৩ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইডেনের কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

আরমান হোসেন, ঢাবি: [২] ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা কোটা আন্দোলনের বিক্ষোভ মিছিলে যোগ দিতে চাইলে ইডেন কলেজ ছাত্রলীগ হলের গেটে তালা দিয়ে রাখে। শিক্ষার্থীরা জোর করতে চাইলে তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করে। আগে থেকে জড়ো হওয়া শিক্ষার্থীদের কলেজ থেকে বের করে দেয়। শিক্ষার্থীরা ছাত্রলীগের বাধা পরোয়া না করে তালা ভেঙে মিছিলে যোগ দেয়। 

[৩] ইডেন মহিলা কলেজের এক ছাত্রী বলেন, আমাদের ৮-৯ জন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা ৬টি হলের তালা ভেঙে মিছিলে যোগ দিয়েছি।

[৪] আরেক শিক্ষার্থী ছাত্রীদের ওপর অবর্ণনীয় নির্যাতনের বিবরণ দিতে গিয়ে বলেন, আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের পেটে লাথি দেওয়া হয়েছে, গায়ে গরম পানি ঢালা হয়েছে, শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে। এছাড়া আরও বিভিন্নভাবে আহত করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

[৫] নানা বাধা বিপত্তি এড়িয়ে ইডেন কলেজের শিক্ষার্থীদের দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পৌঁছাতে দেখা যায়। 

[৬] রাজু ভাস্কর্যে পৌঁছার পরপরই রাজু ভাস্কর্যের সামনে নির্যাতিত এক ছাত্রী অজ্ঞান হয়ে যায়। পরে শিক্ষার্থীরা তাকে মেডিকেলে নিয়ে যায়।

[৭] এদিকে দুপুর ২টায় নির্যাতনের শিকার এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর মনে হলে তাকে ঢাকা মেডিকেলের আইসিওতে ভর্তি করা হয়। আহত শিক্ষার্থীর মাথায় চরমভাবে আঘাত করা হয়েছে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়