শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ১১:৩৭ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৪, ০৯:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটাবিরোধী আন্দোলনকারীদের প্রতিবাদ মিছিলে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

আরমান হোসেন, ঢাবি: [২] কোটা সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, রোববারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাদের রাজাকার বলেছেন। এর প্রতিবাদে রাত ১১টার দিকে বিভিন্ন হল থেকে তারা রাস্তায় নেমে আসেন। তারা স্লোগান দেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার।’ রাত ১টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করে তারা যার যার হলে ফিরে যান। কোটা আন্দোলনকারীরা হলে ফিরে যাওয়ার পর রাত একটায় শাহবাগে জড়ো হন ছাত্রলীগ নেতাকর্মীরা।

[৩]  এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, সূর্য সেন হল, হাজী মুহাম্মদ মুহসীন হল, স্যার এফ রহমান হল, সার্জেন্ট জহুরুল হক হলের বাইরে এবং ভিতরে মিছিল করে কোটাবিরোধী শিক্ষার্থীরা।

[৪] মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত গিয়ে রাত ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য গিয়ে অবস্থান নেয়।

[৫] এর আগে বিভিন্ন হলে রাত ৯টা থেকে শুরু হয় শিক্ষার্থীদের বিচ্ছিন্ন স্লোগান। স্লোগান দিতে দিতে রাত সাড়ে ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার বেশ কিছু শিক্ষার্থীদের জমায়েত হতে দেখা যায়। জমায়েত হওয়া শিক্ষার্থীদের স্লোগান শুনে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোসহ সব হল থেকে বের হয়ে আসেন আন্দোলনকারীরা। রাত ১১টা নাগাদ মিছিল বড় রূপ ধারণ করে। মেয়েদের হলগুলোর গেটে ছাত্রলীগ তালা মেরে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য মেয়েরা তালা ভেঙে বেরিয়ে আসে।

[৬] রাত ১১টার দিকে হলে শিক্ষার্থীদের আটকে রাখার অভিযোগে বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ হয়। তবে বড় ধরনের কোনো আঘাত কেউ পায়নি, জানিয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রলীগের একজন পদপ্রার্থী নেতা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়