শিরোনাম
◈ ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি: মির্জা ফখরুল ◈ ১৩৩ প্রতিষ্ঠান অনুমতি পেল সুগন্ধি চাল রপ্তানির, মানতে হবে যেসব শর্ত ◈ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ উন্নত বিশ্বে : আসিফ নজরুল ◈ বৃষ্টিবলয়ের আওতায় পুরো দেশ, কালবৈশাখী-বজ্রপাতের শঙ্কা ◈ শুল্ক স্থগিতের সিদ্ধান্ত হৃদয় থেকে লিখেছি: ট্রাম্প ◈ প্রথম দিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪ হাজার ৭৩৮ জন ◈ ভুয়া প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারণা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কতা ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের ঘোষণা: স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা ◈ বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত: কিয়াক সুং ◈ তিন জেলার বাসিন্দারা চার দিনের ছুটি পাচ্ছেন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ১১:৩৭ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটাবিরোধী আন্দোলনকারীদের প্রতিবাদ মিছিলে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

আরমান হোসেন, ঢাবি: [২] কোটা সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, রোববারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাদের রাজাকার বলেছেন। এর প্রতিবাদে রাত ১১টার দিকে বিভিন্ন হল থেকে তারা রাস্তায় নেমে আসেন। তারা স্লোগান দেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার।’ রাত ১টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করে তারা যার যার হলে ফিরে যান। কোটা আন্দোলনকারীরা হলে ফিরে যাওয়ার পর রাত একটায় শাহবাগে জড়ো হন ছাত্রলীগ নেতাকর্মীরা।

[৩]  এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, সূর্য সেন হল, হাজী মুহাম্মদ মুহসীন হল, স্যার এফ রহমান হল, সার্জেন্ট জহুরুল হক হলের বাইরে এবং ভিতরে মিছিল করে কোটাবিরোধী শিক্ষার্থীরা।

[৪] মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত গিয়ে রাত ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য গিয়ে অবস্থান নেয়।

[৫] এর আগে বিভিন্ন হলে রাত ৯টা থেকে শুরু হয় শিক্ষার্থীদের বিচ্ছিন্ন স্লোগান। স্লোগান দিতে দিতে রাত সাড়ে ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার বেশ কিছু শিক্ষার্থীদের জমায়েত হতে দেখা যায়। জমায়েত হওয়া শিক্ষার্থীদের স্লোগান শুনে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোসহ সব হল থেকে বের হয়ে আসেন আন্দোলনকারীরা। রাত ১১টা নাগাদ মিছিল বড় রূপ ধারণ করে। মেয়েদের হলগুলোর গেটে ছাত্রলীগ তালা মেরে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য মেয়েরা তালা ভেঙে বেরিয়ে আসে।

[৬] রাত ১১টার দিকে হলে শিক্ষার্থীদের আটকে রাখার অভিযোগে বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ হয়। তবে বড় ধরনের কোনো আঘাত কেউ পায়নি, জানিয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রলীগের একজন পদপ্রার্থী নেতা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়