শিরোনাম
◈ আওয়ামী লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে মারধর ◈ পলাতক পুলিশ সদস্যরা এখন ‘সন্ত্রাসী’ বিবেচিত হবে, দেখামাত্রই গ্রেফতার : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক (ভিডিও) ◈ প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসাবো : উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৮:২০ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে রাষ্ট্রপতি বরাবর জেলা প্রশাসককে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

বেরোবি প্রতিনিধি: [২] কোটা সংস্কারের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, কারমাইকেল কলেজের সম্মিলিত গণপদযাত্রা করেছেন আন্দোলনকারীরা। এসময় তারা জেলা প্রশাসক (ডিসি) কাছে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন।

[৩] রোববার (১৪ জুলাই) দুপুর ১২ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১নং গেট থেকে শুরু হয়ে মর্ডাণের বটতলা যায়। এতঃপর সেখানে সংক্ষিপ্ত  বক্তব্য পদযাত্রাটি বিশ্ববিদ্যালয় এসে শেষ হয়। স্মারকলিপি প্রেরণ করা হয় টাউন হল থেকে পদযাত্রা শুরু হয়, শেষ হয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে। এসময় আন্দোলনকারীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ডিসির কাছে স্মাকলিপি দেন।

[৪] এর আগে গণপদযাত্রায় অংশ নিতে বেলা ১১টার আগে থেকেই ছোট ছোট দলে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। গণপদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধাবীদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

[৫] শিক্ষার্থীরা বলেন, আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের যে আন্দোলন যৌক্তিক আন্দোলন। তাই আমরা তা বাস্তবায়ন করে তবেই রাজপথ ছাড়ব।

[৬] এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কার করতে উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় ছাত্রসমাজ নিজেদের অধিকার রক্ষায় বৈষম্যমূলক ও মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পরতে বাধ্য হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়