শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৮:২০ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে রাষ্ট্রপতি বরাবর জেলা প্রশাসককে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

বেরোবি প্রতিনিধি: [২] কোটা সংস্কারের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, কারমাইকেল কলেজের সম্মিলিত গণপদযাত্রা করেছেন আন্দোলনকারীরা। এসময় তারা জেলা প্রশাসক (ডিসি) কাছে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন।

[৩] রোববার (১৪ জুলাই) দুপুর ১২ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১নং গেট থেকে শুরু হয়ে মর্ডাণের বটতলা যায়। এতঃপর সেখানে সংক্ষিপ্ত  বক্তব্য পদযাত্রাটি বিশ্ববিদ্যালয় এসে শেষ হয়। স্মারকলিপি প্রেরণ করা হয় টাউন হল থেকে পদযাত্রা শুরু হয়, শেষ হয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে। এসময় আন্দোলনকারীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ডিসির কাছে স্মাকলিপি দেন।

[৪] এর আগে গণপদযাত্রায় অংশ নিতে বেলা ১১টার আগে থেকেই ছোট ছোট দলে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। গণপদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধাবীদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

[৫] শিক্ষার্থীরা বলেন, আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের যে আন্দোলন যৌক্তিক আন্দোলন। তাই আমরা তা বাস্তবায়ন করে তবেই রাজপথ ছাড়ব।

[৬] এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কার করতে উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় ছাত্রসমাজ নিজেদের অধিকার রক্ষায় বৈষম্যমূলক ও মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পরতে বাধ্য হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়