শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৩:৪৩ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবিতে পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিল

আশরাফুল, জাবি: [২] অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক দাবি করে প্রত্যাহার এবং সার্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে আওতামুক্ত রাখার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তা-কর্মচারীরা। 

[৩] রোববার (১৪ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ শুরু করেন তারা। পরে বেলা ১২টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর ও সমাজবিজ্ঞান সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

[৪] এসময় 'বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠায় নাই', 'মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠায় নাই', 'বৈষম্যমূলক পেনশন মানি না, মানব না' প্রভৃতি স্লোগান দেন কর্মচারীরা।

[৫] সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা অতি দ্রুত সময়ে প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানান। দাবি আদায় না হলে সর্বাত্মক কর্মসূচির অংশ হিসেবে ক্লাস, পরীক্ষা বা দাপ্তরিক কার্যক্রম সবকিছুই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণাও দেন তারা। 

[৬] জাবি অফিসার সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা অতীত থেকে একটা পেনশন স্কিমের অধীনে আছি। নতুন করে আমাদের উপর প্রত্যয় স্কিম চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এ বৈষম্যের স্কিম মানি না। আমাদেরকে প্রত্যয় স্কিম থেকে বাদ দেওয়া হোক। আমাদের দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি চলবে'।

[৭] বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বকসী বলেন, 'পেনশন নিয়ে সরকারের বৈষম্যমূলক সিদ্ধান্ত মানি না। এখানে সরকারি কর্মচারীদের মধ্যে নির্দিষ্ট একটি অংশকে সুবিধাবঞ্চিত করা হচ্ছে। আমরা পেনশন সংক্রান্ত এ বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছি। দাবি মানা না হলে কর্মবিরতি চলমান থাকবে'।

[৮] উল্লেখ্য, গত ৩০ জুন থেকে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ও সহায়ক কর্মচারী কল্যাণ ফেডারেশনের আহ্বানে পেনশন স্কিম 'প্রত্যয়' থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্মচারীদের অন্তর্ভুক্তি বাতিল ও ইউজিসি প্রণীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়