শিরোনাম
◈ আওয়ামী লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে মারধর ◈ পলাতক পুলিশ সদস্যরা এখন ‘সন্ত্রাসী’ বিবেচিত হবে, দেখামাত্রই গ্রেফতার : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক (ভিডিও) ◈ প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসাবো : উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৫:৩৫ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগ ঘিরে জমায়েত হয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা

আরমান হোসেন, ঢাবি: [২] পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ঢাকার বিভিন্ন জায়গা ব্লকেড কর্মসূচির আওতাভুক্ত থাকলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা শুধু শাহবাগেই অবস্থান নিয়েছে। 

[৩] এর আগের ব্লকেড কর্মসূচিগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং হলভিত্তিক শিক্ষার্থীদের বিভিন্ন স্থান অবরোধ করতে দেখা যায়। কিন্তু আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ইডেন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে জড়ো হয়। 

[৪] আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় সমন্বয়করা এমন সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও আবহাওয়া বৈরী হওয়াও আন্দোলনকে সীমাবদ্ধ করার অন্যতম একটি কারণ বলা হচ্ছে। 

[৫] আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, আন্দোলনের শৃঙ্খলা রক্ষার্থে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এমনটা করা হয়েছে। 

[৬] অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে বহিরাগতদেরও অবস্থান করতে দেখা যায়। শিক্ষার্থীদের আশঙ্কা বহিরাগতরা ভিতর থেকে শিক্ষার্থীদের উস্কে দিতে পারে।

[৭] কেন্দ্রীয় লাইব্রেরি থেকে সবাই মিছিল নিয়ে শাহবাগ এসে অবস্থান নেয়। অবস্থান নিতে গেলে পুলিশ ব্যারিকেড দেয়। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত নিজেদের দখলে নেয়। শিক্ষার্থীদের অবস্থানের ফলে গুরুত্বপূর্ণ এই স্থানটির যান চলাচল বন্ধ হয়ে যায়।

[৮] এদিকে দেশের বিভিন্ন জায়াগায় পুলিশের বাধার কথা শোনা যায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুলিশ বাধা দিয়েছে বলে জানা গেছে। বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশের হামলায় শিক্ষার্থীদের আহত হওয়ার সংবাদ জানা যায়।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়