ক্যাম্পাস প্রতিবেদক: [২] রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রলীগ কমিটি বর্ধিত করা হয়েছে। কলেজের সংগঠনটির সভাপতি মো. রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক মো. জুয়েল মোড়ল স্বাক্ষরিত এ কমিটিতে ৪৮ জনকে যুক্ত করা হয়েছে।
[৩] গত ৯ জুলাই মঙ্গলবার এ কমিটি দেওয়া হয়েছে। পাশাপাশি কলেজের ইসলামি শিক্ষা বিভাগের নতুন কমিটি দেওয়া হয়েছে।
[৪] নব বর্ধিত এ কমিটিতে সহ সম্পাদক হিসেবে মো: কামরুজ্জামান সিহাব, আহম্মেদ রকিসহ ১৫ জনকে মনোনিত করা হয়েছে। এ ছাড়া ৪ জনকে সাংগঠনিক সম্পাদক ও ৯ জনকে সদস্য মনোনিত করা হয়েছে।
[৫] ইসলামি শিক্ষা বিভাগে জিসানকে সভাপতি এবং আসাদুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে এক বছরের জন্য মনোনিত করা হয়েছে।
এনএইচ
আপনার মতামত লিখুন :