শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৯:১৩ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলের প্রশ্নফাঁস: তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

এম এম লিংকন: [২] এমন তথ্য জানিয়ে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসির) চেয়ারম্যান সোহরাব হোসাইন আমাদের নতুন সময়কে বলেন, বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।  

[৩] এই কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন পিএসসির যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খান উল্লেখ করে তিনি বলেন, কমিটির অন্য দুই সদস্য হলেন, কমিশনের পরিচালক দিলাওয়েজ দুরদানা এবং মোহাম্মদ আজিজুল হক।

[৪] এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিসিএস  পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা প্রতারণা বা অন্য কোনো অবৈধ কার্যক্রমের সঙ্গে কারো জড়িত থাকার প্রমাণ মিললে  তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চত করা হবে। 

[৫] এছাড়া পিএসসির অধীন সম্প্রতি রেলওয়ের নন-ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধরত পরীক্ষার্থীদেরকে তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া  পর্যন্ত অপেক্ষা করতে বলেন সোহরাব হোসাইন।  

[৬] প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমানিত হলে রেলওেয়ের ও-ই  নিয়োগ বাতিল করে পুনরায় পরিক্ষা নেওয়া হবে বলে চেয়ারম্যান প্রতিশ্রুতি দিলে মানববন্ধনকারীরা আশ্বস্ত হয়ে পিএসসি’র সামনে থেকে চলে যান। 

[৭] বিসিএসের মতো পরীক্ষার প্রশ্ন ফাঁসের সমালোচনাতে সামনে যারা চাকরি প্রত্যাশীরা তারা পিএসসি’র প্রতি আস্থা হারাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মৃত্যুর আগে পর্যন্ত এটা আমি প্রমান করে ছাড়বো আমার জানা মতে প্রশ্ন পত্র ফাঁস হয় নি। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়