শিরোনাম
◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ◈ ৪ স্ত্রী ও দুই গার্লফ্রেন্ডের টাকায় চলে সংসার, খুঁজছেন নতুন স্ত্রী ! ◈ রোনালদোর গোলে আল নাসরের নাটকীয় জয় ◈ ঝিনাইদহে পিকআপভ্যানের চাপায় নারী নিহত ◈ আড়াই মাস পর প্রকাশ্যে, মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল (ভিডিও) ◈ আমার কাছে বিশ্বকাপ খেলা মুখ্য নয়, ক্যারিয়ারের বাকি সময়টা উপভোগ করতে চাই: মেসি ◈ অভিনেত্রী তামান্না ভাটিয়াকে টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ◈ ‘এলিয়েনরা সত্যিই আছে’, নাসার ফিল্ম নির্মাতা সাইমন হল‌্যান্ডের দাবি ◈ নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে সন্দেহ তারেকের : সহযোগীদের খবর

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৮:২০ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কোটা আন্দোলন চলবে’ ঘোষণা দিয়ে সাইন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা বাতিলের আদেশ না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাজধানীর সাইন্সল্যাবের অবরোধ ছেড়েছেন শিক্ষার্থীরা। জানিয়ে দিয়েছেন, দাবি না মানলে মঙ্গলবারও (৯ জুলাই) এই গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করবেন শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এমন ঘোষণা দিয়ে সায়েন্সল্যাব মোড়ের অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে চার ঘন্টা পর মিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের এক দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবে। ঢাকা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তালহা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থী, চাকরিতে অকারণে কোটা রেখে মেধাবীদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে যেন কোটা প্রত্যাহার করা হয়।

আরেক শিক্ষার্থী তাসিন বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করি। কিন্তু দেশের জন্য তারা যুদ্ধ করেছেন, সরকার তাদের সুযোগ দিলেও সেটার একটা লিমিটি থাকা দরকার। মুক্তিযোদ্ধাদের নাতিরা কোন যুক্তিতে এই কোটা পাবে তা আমার বোধগম্য হয় না। এই কোটা বাতিল না হলে আমরা আবারও রাজপথে নেমে পড়ব।

এর আগে, দুপুর ৩টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষিভ মিছিল বের করে। এরপর নীলক্ষেত ঘুরে সাইন্সল্যাবের মোড় অবরোধ করেন তারা। তাদের এই আন্দোলনে যোগ দেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও।

এর আগে, ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়