শিরোনাম
◈ ট্রাম্পের শুল্কারোপ: রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ অসহযোগ আন্দোলনের ডাক এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বোর্ড ◈ জুলাই গণহত্যার বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: তাজুল ইসলাম ◈ বিমসটেক সম্মেলন: নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি ◈ খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই: ফাহাম আবদুস সালাম ◈ বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ◈ তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ এবার বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি করল ভারত ◈ বাংলাদেশকে আসিয়ানে কেন যোগ দেওয়া উচিত: দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন ◈ বাংলাদেশের জন্য বেদনাদায়ক ট্রাম্পের শুল্ক আরোপ: নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৮:২০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কোটা আন্দোলন চলবে’ ঘোষণা দিয়ে সাইন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা বাতিলের আদেশ না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাজধানীর সাইন্সল্যাবের অবরোধ ছেড়েছেন শিক্ষার্থীরা। জানিয়ে দিয়েছেন, দাবি না মানলে মঙ্গলবারও (৯ জুলাই) এই গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করবেন শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এমন ঘোষণা দিয়ে সায়েন্সল্যাব মোড়ের অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে চার ঘন্টা পর মিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের এক দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবে। ঢাকা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তালহা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থী, চাকরিতে অকারণে কোটা রেখে মেধাবীদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে যেন কোটা প্রত্যাহার করা হয়।

আরেক শিক্ষার্থী তাসিন বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করি। কিন্তু দেশের জন্য তারা যুদ্ধ করেছেন, সরকার তাদের সুযোগ দিলেও সেটার একটা লিমিটি থাকা দরকার। মুক্তিযোদ্ধাদের নাতিরা কোন যুক্তিতে এই কোটা পাবে তা আমার বোধগম্য হয় না। এই কোটা বাতিল না হলে আমরা আবারও রাজপথে নেমে পড়ব।

এর আগে, দুপুর ৩টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষিভ মিছিল বের করে। এরপর নীলক্ষেত ঘুরে সাইন্সল্যাবের মোড় অবরোধ করেন তারা। তাদের এই আন্দোলনে যোগ দেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও।

এর আগে, ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়