শিরোনাম
◈ ১৩৩ প্রতিষ্ঠান অনুমতি পেল সুগন্ধি চাল রপ্তানির, মানতে হবে যেসব শর্ত ◈ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ উন্নত বিশ্বে : আসিফ নজরুল ◈ বৃষ্টিবলয়ের আওতায় পুরো দেশ, কালবৈশাখী-বজ্রপাতের শঙ্কা ◈ শুল্ক স্থগিতের সিদ্ধান্ত হৃদয় থেকে লিখেছি: ট্রাম্প ◈ প্রথম দিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪ হাজার ৭৩৮ জন ◈ ভুয়া প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারণা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কতা ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের ঘোষণা: স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা ◈ বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত: কিয়াক সুং ◈ তিন জেলার বাসিন্দারা চার দিনের ছুটি পাচ্ছেন ◈ স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে ৩৫ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা 

অপূর্ব চৌধুরী: [২] বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া আমাদের নতুন সময়কে বলেন, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানিয়েছি আমরা। এরপর আমরা পর্যায়ক্রমে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি, সংবাদ সম্মেলন করেছি ও স্বাক্ষর নিয়েছি। শিক্ষামন্ত্রীর সাথে দুইদিন মিটিং করেছি। এখন আমরা বাধ্য হয়েই সর্বাত্মক আন্দোলন করছি। যেহেতু আমরা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বিষয়ে সাড়া পাইনি তাই এই আন্দোলন চালিয়ে যাবো। আপাতত এটিই আমাদের পরিকল্পনা।

[৩] তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আমাদের পরিকল্পনা আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা প্রয়োজনে অনলাইন-অফলাইনে স্পেশাল ক্লাস নিব। শিক্ষার্থীরা যেন সেশন জটে না পড়ে সেজন্য যথাসময়ে পরীক্ষা নেওয়া হবে। বেশি বেশি ক্লাস শিক্ষকরা নিলেই কোন জটিলতা তৈরী হবেনা। 

[৪] এদিকে তিন দফা দাবিতে সোমবার অষ্টম দিনেরমতো সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

[৫] শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। শিক্ষক-কর্মচারীদের এই সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম। গত সপ্তাহ থেকে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়গুলোতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। সম্পাদনা: ইকবাল খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়