শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৪, ১২:০৭ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন জবি

অপূর্ব চৌধুরী: [২] ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে হারায় জবির বিতার্কিক দল। 

[৩] শুক্রবার এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল, ‘এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে।’

[৪] বিতর্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এতে সভাপতিত্ব এবং স্পিকারের দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

[৫] জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি উক্ত বিতর্কে বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করে। সংগঠনটির বিতার্কিক হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নিদ্রা আক্তার, আইন বিভাগের শিক্ষার্থী সুস্মিতা বণিক, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোয়ার আনজুম সাম্য, ইতিহাস বিভাগের শিক্ষার্থী রোকসানা আক্তার মিতু ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান।

[৬] প্রসঙ্গত, এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকগণ বাজেট নিয়ে তাদের বিভিন্ন ভাবনার কথা তুলে ধরেন। সেগুলো পরবর্তীতে এটিএন বাংলা টেলিভিশনে সম্প্রচার করা হবে।

এসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়