শিরোনাম
◈ সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা, যে সব বিষয় নিয়ে হতে পারে আলোচনা  ◈ ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার গ্রেফতার ◈ ঘূর্ণিঝড় ‌‘ডানা’ নিয়ে সর্বশেষ যা জানা গেলো ◈ রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে ◈ নির্বাচন নিয়ে আসিফ নজরুলের বক্তব্য সরকারের বক্তব্য নয়: ধর্ম উপদেষ্টা ◈ হাওরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ◈ ২০২৬ সালের মধ্যেই দেশের প্রথম পাতাল রেল চালু করতে চায় কর্তৃপক্ষ (ভিডিও) ◈ জাতীয় মসজিদের নতুন খতিবকে নিয়ে শায়খ আহমাদুল্লাহর মন্তব্য ভাইরাল ◈ শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে, জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ এতো দাম দেখে অবচেতনমনেই বলে ফেলি আগেই ভালো ছিলাম : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৮:৫৬ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনে যেতে হলে হলে ছাত্রলীগের বাধার অভিযোগ

অপূর্ব চৌধুরী: [২] বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আলাদা ব্যানারে মিছিল নিয়ে কোটা আন্দোলনে যোগ দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা শাহবাগে আন্দোলন করেন। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের মূল ফটকে তালা দেয় ছাত্রলীগ।

[৩] এতে আন্দোলনে যোগ দিতে চাওয়া শতাধিক শিক্ষার্থী হলের ভেতর আটকে পড়েন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে তালা খুলে দেওয়া হয়। সূত্র: বাংলা নিউজ

[৪] শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, কবি জসীম উদ্দীন হল ও বিজয় একাত্তর হলের মূল ফটকে চেয়ার-টেবিল নিয়ে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা অবস্থান নেন। স্যার এ এফ রহমান হলে আন্দোলনে ডাকার জন্য শিক্ষার্থীদের মাইকিংয়ে বাধা দেয় ছাত্রলীগ। সূত্র: কালের কন্ঠ

[৫] এদিন শাহবাগে আন্দোলন চলাকালে নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে উপস্থিত থাকার নির্দেশ দেয় ছাত্রলীগ।

[৬] নাম প্রকাশে অনিচ্ছুক হাজী মুহাম্মদ মুহসীন হলের এক শিক্ষার্থী বলেন, সূর্যসেন হলে আমাকে আটকে রাখা হয়েছিল। সেখানে বলা হয় আগামী এক ঘণ্টার জন্য বের হওয়া যাবে না। পরে আমি বলেছি, আমি মুহসীন হলে থাকি। তারপরও তারা জেরা করে। পরে জার্সিতে মুহসীন হল লেখা দেখে আমাকে ছাড়ে।

[৭] তবে এই অভিযোগ অস্বীকার করে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সাংবাদিকদের বলেন, আমাদের কোনো নেতাকর্মী শিক্ষার্থীদের বাধা দেয়নি। এটি একটি আইনি প্রক্রিয়া। আইনগতভাবে এর সমাধান হবে। এখানে কাউকে বাধা দেওয়ার তো প্রশ্ন আসে না। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়